মিয়ানমারের নেত্রী অং সান সু চি রাখাইন রাজ্যে বিরাজমান সংকট নিয়ে আগামী সপ্তাহে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন।
গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাখাইন রাজ্য সংকটে বহু মানুষ নিহত এবং তিন লাখ ৮০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে যাওয়ার পর তিনি জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন। তার ভাষণটি ১৯ সেপ্টেম্বর টেলিভিশনে সম্প্রচার করা হবে।
মিয়ানমারের সরকারি মুখপাত্র জানান, সু চি ১৯ সেপ্টেম্বরের ভাষণে জাতিগত পুনর্মিলন ও শান্তিরক্ষা নিয়ে কথা বলবেন।
উল্লেখ্য, গুঞ্জন উঠেছে, সামরিক শাসনে চলা মায়ানমারের প্রথম বেসামরিক নেত্রী সু চি’র সামরিক বাহিনী’র ওপর কোন নিয়ন্ত্রণ নেই।
যদিও রোহিঙ্গাদের সমব্যথীরা মনে করছেন, এখনো সরকারের বিভিন্ন পর্যায়ে অং সান সু কি’র মন্তব্যের গুরুত্ব রয়েছে। শান্তিতে নোবেলজয়ী সু চি ইতিমধ্যেই রোহিঙ্গা ইস্যুতে তার দীর্ঘ নীরবতার জন্য বিশ্বনেতাদের বিদ্রুপের শিকার হয়েছেন।