ন্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা
মুন্সীগঞ্জের সদর উপজেলার কাটাখালির ভিটিশীল মন্দির এলাকায় বারেকের ন্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন আজ বুধবার সকালে বলেন, ‘ধারণা করা হচ্ছে, গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় দুই নারীকে হত্যা করা হয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করতে এসেছি। কারা ও কেন এ ঘটনা ঘটিয়েছে, এ ব্যাপারে এখনো কোনো কিছু জানা যায়নি। নিহতদের মধ্যে একজন আমেনা বেগম (৬০) মাজারের নারী খাদেম হিসেবে পরিচিত ছিলেন। আরেকজন তাইজুন খাতুন (৪৫)। তিনি ঢাকার বাসিন্দা। আমেনাকে তিনি খালা বলে ডাকতেন। গতকালই তিনি এখানে বেড়াতে এসেছিলেন। মাজারের খাদেম মোহাম্মদ মাসুদ খান জানান, আমেনা ও তাইজুন রাতে এক কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে তাঁদের ডাকতে এসে তিনি গলা কাটা লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন। খাদেম আরো জানান, আমেনার স্বামী বারেকের নামেই এই মাজার চলছে। আমেনা এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।