শামীম মাহমুদের সুর ও সঙ্গীতে “রিংকু” ঈদে মুক্তি পাচ্ছে “আফসোস”
এ,কে,এম শফিকুল ইসলামঃ শামীম মাহমুদের সুর ও সঙ্গীতে “রিংকু” এই প্রথম শামীম মাহমুদের সুর ও সঙ্গীতে গাইলেন ক্লোজআপ ওয়ান খ্যাত গায়ক রিংকু। সি.এম ভির ব্যানারে এই ঈদে মুক্তি পাচ্ছে “আফসোস” শিরোনামে গানটির লিরিকাল ভিডিও। এ প্রসঙ্গে জানতে চাইলে রিংকু জানান ওয়েষ্টার্ন প্যাটার্নের সঙ্গীতায়োজনে ফোক সুরের গানটি চমৎকার হয়েছে। আশা করি আমার শ্রোতারা ভিন্ন আঙ্গীকে একটা ফোক গান পাবে। গানটির সুর ও সঙ্গীত পরিচালক শামীম মাহমুদ জানান পরিনা পি এস এর কথায় আমি চেষ্টা করেছি গানটিতে রকিং ফোক ধাচের করার। ভালো মন্দটা শ্রোতারাই বিচার করবে তবে আমি আশাবাদি।