সন্ধ্যায় ‘যদি চাও’ অ্যালবামের প্রকাশনা
‘যদি চাও’, ‘যেদিন প্রথম তোমাকে দেখি’ এবং ‘ভালোবাসার মানে কি’ শিরোনামের তিনটি গান নিয়ে তরুণ সংগীতশিল্পী ও সাংবাদিক এস এম সোহেলের লিরিক্যাল মিউজিক ভিডিও আসছে শিগগিরই।
মিউজিক ভিডিওটির প্রকাশনা উৎসব মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কেক কেটে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে সংগীতশিল্পী সোহেল বলেন, অ্যালবামটিতে থাকছে হৃদয়ছোঁয়া তিনটি গান। নিজের সর্বোচ্চটা দিয়ে শ্রোতাদের সেরাটাই উপহার দেয়ার চেষ্টা করেছি। এখন বাকিটা তাদের হাতে।
সোহেল আরো বলেন, অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘যদি চাও’। এর গানগুলো শুনলেই বুঝতে পারবেন, আমার চেষ্টার কোনো ঘাটতি ছিল না।
এতে থাকছে ‘যদি চাও’, ‘যেদিন প্রথম তোমাকে দেখি’ এবং ‘ভালোবাসার মানে কি’ শিরোনামের তিনটি গান। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।