প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা স্টক এক্সচেঞ্জেন (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। কারিগরি ত্রুটির কারণে রোববার বেলা ১২টায় লেনদেন শুরু হয়। লেনদেন চলবে ৪টা পর্যন্ত। ডিএসই সূত্র জানায়, সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা বেলা ১২টায় শুরু হয়েছে। এ জন্য আজ বেলা আড়াইটার পরিবর্তে ডিএসই’র লেনদেন বিকাল ৪টা পর্যন্ত চলবে।ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান জানান, সকাল সাড়ে ১০টায় ডিএসইর সার্ভারে ত্রুটি দেখা দেয়। এ অবস্থায় লেনদেন স্থগিত ঘোষণা করা হয়। পরে ত্রুটি সারানোর পর বেলা ১২টা থেকে লেনদেন শুরু হয়েছে।এদিকে, ডিএসই’র লেনদেন দেরিতে শুরু হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যথাসময়েই লেনদেন শুরু হয়েছে।
দেড় ঘণ্টা পর ডিএসইতে লেনদেন শুরু, চলবে ৪টা পর্যন্ত
Share!