Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

দেশে ক্ষুদ্রঋণের কার্যক্রম নেই : অর্থমন্ত্রী

দেশে ক্ষুদ্রঋণের কার্যক্রম নেই : অর্থমন্ত্রী

এ,কে,এম শফিকুল ইসলামঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে এখন ঋুদ্র ঋণের কোনো কার্যক্রম নেই। তবে গ্রুপ ভিত্তিক ঋণ নিচ্ছে এবং এই ঋণ নিয়ে ব্যবসা করে মানুষ স্বাবলম্বী হচ্ছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের রিয়েল টাইম ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। আবুল মাল আবদুল মুহিত বলেন, মানুষ এখন সঞ্চয় মুখী হচ্ছে। ১৯৮৬ সালে মানুষের মধ্যে সঞ্চয়ের ইচ্ছা তৈরি হয়েছে। ২০২১ সালের মধ্যে দেশের সুবিধা বঞ্চিত প্রায় সব মানুষকেই একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। ওই সময় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি দাস, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ অর্থ মন্ত্রণালয় ও ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, অন্য ব্যাংকগুলো থেকে পল্লী সঞ্চয় ব্যাংক সবচেয়ে কম সুদে ঋণ দিচ্ছে। এই ব্যাংকটির শাখা পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ে নেওয়া হবে। সেখান থেকে মৌসুমি ঋণ দেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে মিহির কান্তি বলেন, বর্তমানে ৮ শতাংশ সুদে ঋণ দিচ্ছে ব্যাংকটি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top