আগোরা ও মীনাবাজার সুপারশপকে জরিমানা
এ,কে,এম শফিকুল ইসলামঃ ধার্য করা দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির দায়ে রাজধানীর আগোরা ও মীনাবাজার সুপারশপের দুটি শাখাকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উত্তরা ১৪ নম্বর সেক্টরের আগোরাসুপার শপ ও মীনাবাজারসুপার শপের ব্যবস্থাপককে এই জরিমানা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও এপিবিএন ৫-এর চালানো যৌথ অভিযানে এই জরিমানা করা হয়। এপিবিএন ৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল ও ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এই অভিযান পরিচালনা করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, ধার্যকৃত দামের বেশি দামে পণ্য বিক্রি ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি করায় ১৪ নম্বর সেক্টরের মীনাবাজার সুপারশপের ব্যবস্থাপক মাহাদী হোসেনকে এক লাখ ৫০ হাজার টাকা এবং আগোরা সুপারশপের ব্যবস্থাপক আরমান হোসেনকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উত্তরার ১৩ নম্বর সেক্টরে রাস্তার ওপর বাড়ি তৈরির নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ফারুক মিয়া নামক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন ৫-এর অপারেশনাল টিম বাড্ডা থানার বাংলাবাড়ী ভূঁইয়াপাড়া এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রির করার সময় মো. নাহিদ হাসান (২০) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ২২ পিস ইয়াবা ও ২৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। ঢাকা মহানগর এলাকায় এপিবিএন ৫-এর মাদকদ্রব্য উদ্ধার ও ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান মো. সাইদুর রহমান রুবেল।