Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

মসজিদের ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত

মসজিদের ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত

এ,কে,এম শফিকুল ইসলামঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় মসজিদের ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই  বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মুগকান্দি গ্রামের সাবু মিয়ার ছেলে লন্ডনপ্রবাসী কবির মিয়া আখঞ্জি (৫৫) ও আব্দুল মতিন (৫০)। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই জানান, মুগকান্দি জামে মসজিদের কমিটি গঠন ও ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। একপক্ষ বর্তমান ইমাম ফরিদ আখঞ্জির পরিবর্তন চায়, অপরপক্ষ ওই ইমামের পক্ষে অবস্থান নেয়।এ নিয়ে শুক্রবার জুম্মার নামাজে সাতকাপন ইউপি চেয়ারম্যান মুগকান্দি গ্রামের শাহ আবদাল মিয়া আখঞ্জির সমর্থক সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের শফিক মাস্টারের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে বাদ জুমা উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের শিশু ও নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়। শুক্রবারের ঘটনার জের ধরে আজ শনিবার সকাল ৭টার দিকে উভয়পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান কবির মিয়া আখঞ্জি। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল মতিন মারা যান বলে জানান উপজেলা চেয়ারম্যান।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গুরুতর আহত অবস্থায় মোট ১৪ জনকে ভর্তি করা হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top