Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগে কে পাচ্ছেন নৌকার টিকিট?

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগে কে পাচ্ছেন নৌকার টিকিট?

নিউজ ডেক্সঃ আগামী একাদশ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানাবিধ আলোচনা। কে পাচ্ছেন নৌকার টিকিট! আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে আগামী সংসদ নির্বাচনের জন্য দলিয় মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনি আসনে গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসছে ধরে নিয়ে নির্বাচনি ছক করছে আওয়ামী লীগ। সূত্রমতে, ভাল ইমেজের সাহসী, ত্যাগী নেতাদের দিকে দৃষ্টি থাকবে দলটির হাইকমান্ডের। ইতোমধ্যে দলটির হাইকমান্ডের নিদের্শনায় দায়িত্ব প্রাপ্তনেতারা আসন ভিত্তিক জরিপ পরিচালনা করছে। ইতোমধ্যে জরিপে দেখা যাচ্ছে, বর্তমানে আওয়ামী লীগ দলিয় শতাধিক সংসদ সদস্য নিজ নিজ এলাকায় জনপ্রিয়তা হারিয়েছেন। এমনকি বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে খারাপ খবরের শিরোনাম হয়েছেন। আওয়ামী লীগের নীতি নির্ধারনী মহল এসব বিতর্কিত সংসদ সদস্যদের বাদ দিয়ে নতুন জনগন মুখি নেতৃত্ব খুজচ্ছেন। এমনি একজন প্রার্থী হলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির প্র ভাবশালী সদস্য এ্যাড.আমিরুল আআলম মিলন যিনি আগামী নির্বাচনে বাগেরহাট -৪ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন চান। মিলন জনগন মূখি একজন নেতা। এ্যাড.আমিরুল আলম মিলন বিগত দিনে মোরেলগজ্ঞ শরনখোলা বাসীকে জামাত শিবিরের তান্ডব থেকে রক্ষা করতে তার কর্মীদের নিয়ে সব সময় রাজপথে বলিষ্ঠ থাকেন। মোরেলগজ্ঞ শরনখোলার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ ও আওয়ামীলীগের সকল নেতা কর্মীরা এ্যাড.আমিরুল আলম মিলন কে তাদের রাজনৈতিক আইডল হিসেবে দেখেন।  তিনি সাধারন মানুষের মন জয় করতে পেরেছেন।  দেখা যায় বাগেরহাট -৪ আসনের সাধারন জনগন মিলন কে এমপি হিসেবে দেখতে চান। ইতিমধ্যে তিনি তার নির্বাচনি এলাকার সকল ইউনিয়নে ব্যপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এবং এসব গনসংযোগে তিনি সাধারন জনগনের ব্যপক সাড়া পান বলে জানা যায়। তিনি ছাত্রনেতা থাকা অবস্থাতেই মানুষের সুখে দুখে পাশে দাড়াতেন সব সময়। বাগেরহাট ৪ আসন শুধু নয় তিনি মোরেলগজ্ঞ শরনখোলার সকল জনগনের বিপদে আপদে ছুটে যান সব সময়। বাগেরহাট ৪ আসনে এ্যাড. আমিরুল আলম মিলনের চেয়ে জনপ্রিয় নেতা কেউ নেই বলে জানা যায়। তাই সকলের আশা এবার আওয়ামীলীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা নৌকার প্রতিক টি মিলনেএ হাতেই তুলে দেবেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top