৯ হাজার ৭শ’ ৬১ কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
এরমধ্যে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬শ’ কোটি টাকা। মহেশখালী পাওয়ার হাবের ভূমি অধিগ্রহণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩শ’ কোটি টাকা। সভাশেষে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী।
Share!