কদমতলীতে র্যাবের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ একজন নিহত
এ,কে,এম শফিকুল ইসলামঃ রাজধানীর কদমতলী এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইমরান হোসেন (৩৫)। র্যাব ১০-এর অতিরিক্ত পুলিশ সুপার মো.মহিউদ্দিন ফারুকীর ভাষ্য, শুক্রবার রাতে কদমতলী ওয়াসা এলাকায় ‘মাদকস্পটে’ র্যাব অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়। স্থানীয় লোকজন লাশ দেখে তাঁর পরিচয় শনাক্ত করে। নিহত ইমরান ওই এলাকার মাদক ব্যবসায়ী ও ডাকাত বিল্লালের ভাই। র্যাবের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, লক্ষাধিক টাকা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে ইমরানের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে যাওয়া হয়।