ঝুটের ৫ গুদাম আশুলিয়ায় আগুনে পড়ল
এ,কে,এম শফিকুল ইসলামঃ রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশুলিয়ায় আগুনে ঝুটের পাঁচটি গুদাম পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ওই পাঁচ গুদামের যাবতীয় মাল পুড়ে গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভাদাইলের উত্তরপাড়া সাধু মার্কেট এলাকার আবদুল মতিন নামের এক ব্যক্তির ঝুটের গুদামে প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন দ্রুত পাশের মোস্তফা, শওকত, ইব্রাহিম ও আলীমের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতায় আশপাশের আরো ছয়টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, দুই ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক গোলযোগ বা কারো ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।