ভালো আছে,আলাদা হলো তোফা-তহুরা
এ,কে,এম শফিকুল ইসলামঃ জন্মের ১০ মাস পর আলাদা হলো গাইবান্ধার জোড়া শিশু তোফা-তহুরা। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুরাতন ভবনের তৃতীয় তলায় কেবিন ব্লকের নিউরো সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয় শিশু দুটিকে।বিকেল ৩টার দিকে শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা শিউলি সাংবাদিকদের জানান, আজ সকাল ৮টায় শিশু দুটিকে অচেতন করা হয়। এরপর সাড়ে ছয় ঘণ্টা অস্ত্রোপচারের পর তাদের সম্পূর্ণভাবে আলাদা করা হয়। তবে আলাদা করার পর আরো দুই থেকে তিন ঘণ্টার কাজ বাকি রয়েছে।তোফা ও তহুরা দুজনেই ভালো আছে বলে জানান ওই চিকিৎসক।ডা. কানিজ হাসিনা শিউলি জানান, শিশু দুটির কোমরের নিচের অংশ যুক্ত ছিল। সৌভাগ্যের বিষয় হলো দুজনের কিডনি যুক্ত ছিল না। তবে স্পাইনাল কর্ড যুক্ত ছিল। আর এটাই অপারেশনের সবচেয়ে ঝুঁকির জায়গা ছিল। এটিকে মাথায় রেখেই চিকিৎসকরা অস্ত্রোপচার সম্পন্ন করেন বলেও জানান তিনি। আজ অস্ত্রোপচারের সময় বিভিন্ন বিভাগের অন্তত ৩০ জন চিকিৎসক অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক আবুল কালাম, নিউরো সার্জারি বিভাগের প্রধান অসিত চন্দ্র, শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক কাজল এবং শিশুটিকে ১০ মাস পর্যবেক্ষণে রাখা শিশু সার্জারি বিভাগের অধ্যাপক সাহিনূর ইসলাম।তোফা ও তহুরা হাত-পা-মাথা সবকিছুই আলাদা নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু পায়ুপথ ছিল একটি। বাংলাদেশে এই প্রথম এ ধরনের অস্ত্রোপচার হলো।