জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তির মামলা
মেয়র সাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন ২৩ জুলাই
জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তির মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২৩ জুলাই এ মামলার অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ সেলিমা বেগম এ আদেশ দেন। আজ এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কু আদালতে হাজির ছিলেন। তবে তাঁর আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার অসুস্থ থাকায় এ মামলায় সময়ের আবেদন করেন সানাউল্লাহ মিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময় মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন। আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, গত ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর ৯ মে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন সাক্কু। এক কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার তথ্য গোপন এবং চার কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে বিএনপি নেতা ও মেয়র মনিরুলের বিরুদ্ধে মামলা হয়। মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় মনিরুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে। পরে ২০১৬ সালের নভেম্বরে মনিরুলকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
গত ৩০ মার্চ কুমিল্লা সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। টানা দ্বিতীয়বারের মতো মেয়রের দায়িত্ব নেন তিনি।