আজ রোববার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) থেকে শুরু হচ্ছে । প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার ৬৪ জেলাকে ৮টি জোনে ভাগ করে পৃথক আট সেট প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা তদারকির জন্য মন্ত্রণালয়ের ২৯ কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে।জানা গেছে, এবার পিএসসিতে ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীক্ষার্র্থী অংশ নেবে। সারাদেশে ৭ হাজার ৫২টি কেন্দ্রে প্রতিদিন সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে। দেশের বাইরেও ১১টি কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হবে। রোববার ইংরেজি বিষয় দিয়ে এ পরীক্ষা শুরু হচ্ছে। ২৯ নভেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। তবে সোমবার জামায়াত হরতাল ডাকায় এ দিনের পরীক্ষার তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গত বছরের চেয়ে এক লাখ ৯৮ হাজার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, আজ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মতিঝিল কাঁচাবাজার সংলগ্ন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
সারা দেশে আজ থেকে পিএসসি পরীক্ষা শুরু
Share!