ক্লাস শুরু ঈদের পর,খুলে দেওয়া হয়েছে জাবির আবাসিক হল
এ,কে,এম শফিকুল ইসলামঃ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার জেরে ১১ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। তবে ঈদের ছুটি থাকায় ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। সকাল থেকে শিক্ষার্থীরা আবাসিক হলে ঢুকতে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বক্কর সিদ্দিক জানান, আবাসিক হলগুলো খুলে দেওয়া হলেও ক্লাস শুরু হবে ঈদের পর। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে, বেশ কয়েক দিন বন্ধ থাকার আজ খুলে দেওয়া হলেও প্রথম দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম দেখা গেছে। গত ২৬ মে তাবলিগ থেকে ক্যাম্পাসে ফেরার পথে রাজধানীর উপকণ্ঠ সাভারে বাসের নিচে চাপা পড়ে জাবির দুই শিক্ষার্থী নিহত হন। নিহত দুজনের জানাজা ক্যাম্পাসে না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়র অবরোধ করেন। এর পরের দিন শিক্ষার্থীরা আবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। সেখানে পুলিশ দিয়ে পিটিয়ে তাঁদের তুলে দিলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। ওই রাতেই বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসে সিন্ডিকেট থেকে।