দ্বিতীয়বার বিশ্বের সেরা ধনী ক্রীড়াবিদ রোনালদো
এ,কে,এম শফিকুল ইসলামঃ টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড় হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ফোর্বস। গত ১২ মাসে রোনালদো আয় করেছেন ৯৩ মিলিয়ন মার্কিন ডলার। বেতন ও বোনাস থেকে রোনালদোর এসেছে ৫৮ মিলিয়ন ডলার। বাকি অর্থটুকু স্পন্সর থেকে আয় করেছেন সিআরসেভেন। এর আগের বছরও সবচেয়ে ধনী ক্রীড়াবিদের খেতাব জেতেন তিনি। রোনালদো পেছনে ফেলেছেন বাস্কেটবল তারকা লিব্রোন জেমস ও চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। জেমস এ বছর আয় করেন ৮৬ দশমিক ২ মিলিয়ন ডলার। অন্যদিকে রোনালদোর প্রতিপক্ষ মেসির আয় ৮০ মিলিয়ন ডলার। রোনালদো, জেমস ও মেসি ছাড়া তালিকার সেরা পাঁচে রয়েছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। এ বছর ফেড এক্সপ্রেস আয় করেছেন ৬৬ মিলিয়ন ডলার। বাস্কেটবল তারকা কেভিন ডুরান্টের আয়ের পরিমাণ প্রায় একই। ফুটবলারদের মধ্যে সেরা পঞ্চাশে রয়েছেন নেইমার। তিনি ১৮তম অবস্থানে রয়েছেন। এ ছাড়া রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল ২৪তম ও ম্যানচেস্টার ইউনাইটেডের জ্লাতান ইব্রাহিমোভিচ রয়েছেন ৩০তম স্থানে। গত বছর অবশ্য ইব্রাহিমোভিচ নেইমার ও বেলের পেছনে ছিলেন। গত মৌসুমে ৮২ মিলিয়ন ডলার আয় করেছিলেন সিআরসেভেন খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো। আর লিওনেল মেসির মোট আয় ছিল ৭৭ মিলিয়ন ডলার। মেসির তুলনায় এই বছরটা দারুণ কেটেছে রোনালদোর। রিয়াল মাদ্রিদকে লা লিগার শিরোপা জেতানোর পাশাপাশি দ্বাদশবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিতেছেন রোনালদো। ১২ গোল করে ইউরোপ-সেরার মিশনের সবচেয়ে বেশি গোলের মালিক হয়েছেন পর্তুগিজ সুপারস্টার।