শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারত
এ,কে,এম শফিকুল ইসলামঃ পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা জিতে বেশ আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে ভারত। অপরদিকে প্রথম ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে শ্রীলঙ্কা। ভারতের সামনে আজ সেমিফাইনাল নিশ্চিত করার হাতছানি। অপরদিকে টুর্নামেন্টে টিকে থাকার জন্য লড়বে লঙ্কানরা। বৃহস্পতিবার জিতলেই শেষ চারে উঠে যাবে ভারত। আর লঙ্কানরা জিতলে আসরে টিকে থাকার জন্য একটা লাইফ লাইন পাবে ম্যাথিউসের দল। ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হচ্ছে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কার জন্য খুশির খবর হলো যে, ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ব্যাটিংয়ে পুরোপুরি ফিট তিনি। তবে বল করবেন কিনা সেটা নিশ্চিত নয়। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন ম্যাথিউস। আজ লঙ্কা দলে ফিরেছেন থিসারা পেরেরা ও দানুশকা গুনাতিলকে। ইনজুরির কারণে আজ খেলছেন না চামারা কাপুগেদারা। আর নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে নেই উপুল থারাঙ্গা। আজ অবশ্য ভারতের জয়টাকেই সবচেয়ে বেশি সম্ভব মনে হচ্ছে কারণ, দুদলের সর্বশেষ ১৭ লড়াইয়ে ১৪বারই জিতেছে ভারত। ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার। শ্রীলঙ্কা একাদশ : অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, নিরোশান দিকভেল্লা, আসেলা গুনারত্নে, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, সেকুগে প্রসন্ন, লাসিথ মালিঙ্গা, দানুশকা গুনাতিলকে ও সুরঙ্গা লাকমল।