বনানীতে ছাত্রী ধর্ষণ স্বীকারোক্তিমূলক দিচ্ছেন নাঈম আশরাফ
রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি নাঈম আশরাফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এ্যানি আসামি নাঈম আশরাফকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে নাঈম আশরাফ জবানবন্দি দিচ্ছেন। গত ১৮ মে নাঈম আশরাফকে এ মামলায় সাত দিনের রিমান্ড দেন আদালত। সেই রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করা হয়। গত ১৭ মে রাতে নাঈম আশরাফকে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় মামলা করেন এক ছাত্রী। মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৮ মার্চ রাত ৯টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী এবং তাঁর বান্ধবী ও বন্ধু শাহরিয়ারকে আটকে রাখেন। অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালাগাল করেন। বাদী ও তাঁর বান্ধবীকে জোর করে ঘরে নিয়ে যান আসামিরা। বাদীকে সাফাত আহমেদ ও বান্ধবীকে নাঈম আশরাফ ধর্ষণ করেন। এর আগে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার সাফাত আহমেদ ও সাদমান সাকিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।