জঙ্গী আস্তানা সন্দেহে ৪টি বাড়িতে র্যাবের অভিযানে আটক ৪ , আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
মোঃ নাদিম হোসেনঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চকপুস্তম ও বালুগ্রাম শিমুলতলা এবং নাচোল উপজেলার চাঁদপাড়া ও আলিসাপুর ফুশেদপুর এলাকার চারটি বাড়িতে জঙ্গী আস্তানা সন্দেহে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা। এ সময় ৩টি আগ্নেয়াস্ত্র, ৯ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এর আগে একই দিন ভোররাতে গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকা থেকে আরও ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ৩ কেজি গানপাউডারসহ নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করে র্যাব-৫। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই ওই চারটি বাড়িতে অভিযান চালানো হয়। এ অভিযানে গ্রেফতারকৃতরা হলো গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম রাজারামপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দসের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩), বালুগ্রাম শিমুলতলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাকুর ওরফে শুকুরুদ্দীন (৩৩) ও চকপুস্তম গ্রামের টুনু মোড়লের ছেলে সাইফুল আলম (৪৩)। তাছাড়া নাচোল উপজেলার চাঁদপাড়া এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় মৃত তোফাজ্জলের ছেলে আব্দুল মজিদ টানুকে।এদিকে বেলা সোয়া ১১টায় এক প্রেস ব্রিফিং এ রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল মাহাবুবুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাত ৪টার দিকে গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকার একটি সড়ক থেকে অস্ত্র, গুলি ও গানপাউডারসহ জেএমবির তিন সদস্য জাহাঙ্গীর, শুকুরুদ্দীন ও সাইফুলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই ভোর ৫টা থেকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে মৃত তোফাজ্জলের ছেলে আব্দুল মজিদ টানুর বাড়ি ও আলিসাপুর ফুরশেদপুর গ্রামে আফজালের বাড়ি এবং গোমস্তাপুর উপজেলার চকপুস্তম গ্রামে মৃত বাখোর উদ্দিন মন্ডলের ছেলে এজাবুল হকের বাড়ি ও বালুগ্রাম শিমুলতলা এলাকার মফিজের ছেলে শুকুরুদ্দীনের বাড়ি ঘিরে ফেলে র্যাব। পরে সকাল সাড়ে ৭টা থেকে ওই চার বাড়িতে অভিযান চালিয়ে বেলা সোয়া ১১ টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এতে ওই চারটি বাড়ির মধ্যে তিনটি বাড়িতে কিছু পাওয়া না গেলেও বালুগ্রামের শাকুরুদ্দীনের বাড়ি থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৯ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই জেএমবির সক্রিয় সদস্য বলে জানান তিনি।