Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মান্নানের বিরুদ্ধে ৭ কোটি টাকা আত্মসাতের মামলা

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মান্নানের বিরুদ্ধে ৭ কোটি টাকা আত্মসাতের মামলা

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নানের  বিরুদ্ধে ৭ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৭৫ টাকা টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। দুদকের উপপরিচালক সামছুল আলম বাদী হয়ে আজ রোববার দুপুরে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সাময়িক বরখাস্ত হওয়ার আগে ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাবদ মোট ৯ কোটি টাকা বরাদ্দ করে। বরাদ্দের শর্ত ছিল বাজেটভুক্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ছাড়া অন্য কোনো খাতে এ অর্থ ব্যয় করা যাবে না। শতকরা একশ ভাগ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার জন্য শতকরা ২০ ভাগ টাকা ব্যয় করতে হবে। পরবর্তী সময়ে মেয়র ওই টাকা অগ্রিম বিলের মাধ্যমে উত্তোলন করে করপোরেশনের নিজস্ব হিসাবে জমা রাখেন। ওই টাকা বিভিন্ন দরপত্রের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাবদ ৬ কোটি ৫৩ লাখ ২ হাজার ৫৭৫ টাকা এবং ৬৫ লাখ ৩০ হাজার টাকা ব্যয় দেখান। মেয়র অর্থ বরাদ্দের শর্ত ভেঙে ক্ষমতার অপব্যবহার করেছেন। এর দ্বারা অন্যকে লাভবান করে নিজে লাভবান হয়েছেন। এটি ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top