যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জাহিদুল ইসলাম (১৫)। নিহত জাহিদের পরিচিত ইমন নামের এক ব্যক্তি জানান, যাত্রাবাড়ী কাজলা পেট্রলপাম্প ছনটেক এলাকায় রাস্তায় আহত অবস্থা পড়ে থাকতে দেখে জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাহিদের মৃত্যু সংবাদ পেয়ে তার স্বজনরা ঢামেকে ছুটে আসে। জাহিদের চাচাতো ভাই আইয়ুব জানান, জাহিদের বাড়ি পটুয়াখালির গলাচিপা উপজেলায়। তারা যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় থাকে। স্থানীয় একটি ফ্যান তৈরির কারখানায় কাজ করত জাহিদ। কেন, কে বা কারা তাকে হত্যা করেছে তা জানেন না তাঁরা। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, তাঁরা খবরটি পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান।