চট্টগ্রামের সীতাকুণ্ডে জানাজায় অংশ নিতে গিয়ে নিজেরাই লাশ হলেন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মাইক্রোবাস পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আজ শনিবার সকাল পৌঁনে ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় রোলিং মিলের সামনে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন মাইক্রোবাসের যাত্রী নাছির উদ্দিন ও সোলেমান আলম এবং মনিকা রাণী (৪৫) নামের এক পথচারী। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাইক্রোবাসে করে কয়েকজন চট্টগ্রাম শহর থেকে মীরসরাইয়ে তাঁদের এক আত্মীয়র জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন তাঁরা। বার আউলিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মাইক্রোবাসটিতে চালকসহ আটজন ছিলেন। পথে বাঁশবাড়িয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পথচারীসহ তিনজন মারা যান। এ ঘটনায় দুই পথচারীসহ ১০ জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, আহতদের মাইক্রোবাসের ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।