Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ঝিনাইদহের ‘জঙ্গি আস্তানা’য় অভিযান সমাপ্ত ঘোষণা

ঝিনাইদহের ‘জঙ্গি আস্তানা’য় অভিযান সমাপ্ত ঘোষণা

ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি ওই এলাকায় জারি করা ১৪৪ ধারাও উঠিয়ে নেওয়া হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার রফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাতের বিরতির পর আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন। সাড়ে ১১টার দিকে র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সেখান থেকে নতুন করে কোনো কিছু পাওয়া যায়নি। গতকালের উদ্ধার হওয়া দুটি সুইসাইডাল ভেস্ট নিষ্ক্রিয় করা হয়েছে। ঝিনাইদহ র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযানে বিস্তারিত জানানো হবে। এ সময় ঘটনাস্থলে আরো উপস্থিত আছেন র‍্যাবের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার রফিকুল ইসলাম, র‍্যাব ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গা গ্রামের দুটি বাড়ি ঘিরে রাখে র‍্যাব। ধারণা করা হচ্ছিল, এ দুটি বাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে। পরে একটি বাড়ির বাঁশবাগান থেকে দুটি সুইসাইডাল ভেস্ট (বোমাসহ কোমরে বাঁধার জন্য বেল্ট) উদ্ধারের কথা জানায় র‍্যাব। চুয়াডাঙ্গা গ্রামের এ দুটি বাড়ির মালিক সেলিম ও তাঁর চাচাতো ভাই প্রান্ত। এ দুজনকেই সন্দেহ পুলিশের। সেলিম চুয়াডাঙ্গায় নিহত ‘জঙ্গি’ তুহিনের ভাই।র‍্যাবের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ঝিনাইদহে জঙ্গি আবদুল্লাহ ও তুহিন নিহত হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী এ বাড়ি দুটির ওপর নজর রাখছিল। গতকাল সন্ধ্যা ৬টার পর অভিযান স্থগিত করা হয়। রাতে সেখানে শক্তি বৃদ্ধি করে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সকালে অভিযান শুরুর পর বাড়ি দুটির আশপাশে কাউকে ভিড়তে দেওয়া হয়নি। সকাল ১০টার দিকে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ গণমাধ্যমকে জানান, আজকের অভিযানে র‍্যাবের কমান্ডোরা রয়েছেন। এখন পর্যন্ত নতুন করে কিছু পাওয়া যায়নি। গতকালকে পাওয়া দুটি সুইসাইডাল ভেস্ট নিষ্ক্রিয়করণের কাজ চলছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top