শিল্পী সমিতির নির্বাচনে আর অংশ নেবেন না : মিশা সওদাগর
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর আর নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন। কেন তিনি আর নির্বাচনে প্রার্থী হবেন না সেটার ব্যাখ্যাও দিয়েছেন কাছে। মিশা সওদাগর বলেন, ‘ক্ষমতা সব সময়ই ক্ষণস্থায়ী। সাধারণ শিল্পীরা আমাকে ভোট দিয়ে সভাপতির চেয়ারে বসিয়েছেন। এটা আমার একার অর্জন নয়। এই এফডিসির ১৪টি সংগঠন আমার জন্য পরিশ্রম করেছে। এটা এফডিসির বিজয়। সবাই আশা করেছেন আমি নতুন কিছু করব। চলচ্চিত্রকে এগিয়ে নিতে ভূমিকা রাখব। তবে দু-চার বছর ক্ষমতা আকড়ে ধরে বসে থাকতে চাই না। আমি চাই এখানে নতুন নতুন নেতৃত্ব আসুক। চলচ্চিত্র শিল্পী সমিতি যেন নবীনদের আগমনে ভরপুর থাকে। শিল্পী সমিতির কমিটিতে নতুন নেতৃত্ব এনেছেন দাবি করে মিশা বলেন, ‘আমি এবার নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে সঙ্গে নিয়েছিলাম জায়েদ খানকে। সঙ্গে ছিলেন ইমন, সাইমন, নিরব। আমি চেয়েছি নতুন যাঁরা কাজ করছেন তাঁরা নেতৃত্বে আসুক। এই দুই বছরের জন্য আমি সভাপতি নির্বাচিত হয়েছি। তারপর নতুন কেউ আসবে, সেটাই আমি চাই। এদিকে, গতকাল রোববার বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে মিশা বলেন, ‘আমি সবার সহযোগিতা চাই। কারণ আমি একা কিছু করতে গেলে ভুল হতে পারে। যে কারণে আমি সব সংগঠনের কাছে পরামর্শ চাই আমাদের কী করা উচিত। এরই মধ্যে পরিচালক সমিতি চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখছে। আমরা ক্ষমতা বুঝে পেলে আমরাও তাদের সঙ্গে যুক্ত হবো। আমি বিশ্বাস করি এফডিসির সব সংগঠন এক হয়ে কাজ করলে চলচ্চিত্রের সব সমস্যা সমাধান করা সম্ভব। গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করে। এফডিসির জহির রায়হান অডিটরিয়ামে নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে শপথ পড়ান নির্বাচন কমিশন মনতাজুর রহমান আকবর। পরে মিশা বাকি সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ মোট ১২ জন জন শপথ নেন। বাকিরা শিল্পী সমিতির অফিসে যেকোনো দিন শপথ নিবেন বলে জানান মনতাজুর রহমান আকবর। নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর আদালতের স্থগিতাদেশের মধ্যেই এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।