বিপিএলে বাংলাদেশের পর সব থেকে বেশি যে দেশের খেলোয়াড় নেয়া হয় বা খেলে থাকেন সেই দেশের নাম পাকিস্তান। এবারের তৃতীয় আসরেও এর ব্যতিক্রম হয়নি। তবে সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো বাংলাদেশের এ প্রিমিয়ার লিগে খেলবেন না পাকিস্তানের অন্যতম ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।চিটাগাং ভাইকিংসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন হাফিজ। এর জন্য নাকি ১০ মিলিয়ন রুপি দেয়ারও প্রস্তাব করা হয়। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন হাফিজ। এর কারণও অবশ্য জানিয়েছেন তিনি।পাকিস্তানের পত্রিকা জং এর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া শুক্রবার এ খবর প্রকাশ করেছে। জংকে দেয়া এক সাক্ষাৎকারে হাফিজ বলেন, এটা কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নয়। এটা হলো পাকিস্তান ক্রিকেটের জন্য সম্মানের বিষয়। যারা দেশের জন্য বদনাম বয়ে আনে তাদের সঙ্গে একই দলে খেলা আমার পক্ষে সম্ভব নয়।তবে চিটাগাং ভাইকিংস সূত্রে জানা গেছে, তাদের পক্ষ থেকে হাফিজতে খেলার প্রস্তাব দেয়া হয়নি। হাফিজের এসব কথায় বিস্ময় প্রকাশ করেছে দলের অনেকেই।এর আগে লাহোরে পাকিস্তান জাতীয় দলের অনুশীলনের সময় তাদের সাবেক বোলিং কোচ আকারম হাফিজের ব্যাটিংয়ের বিপরীতে আমিরকে বল করতে বলেছিলেন। তখন হাফিজ তার বলের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলন করেননি। হাফিজ স্পট ফিক্সিংয়ে জড়িত আমির, সালমান বাট এবং আসিফকে জাতীয় দলে পুনরায় খেলার সুযোগ দেয়ার ঘোর বিরোধীদের মধ্যে একজন।স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ছাড়পত্র পেয়েছেন আমির। পাকিস্তানের ঘরোয়া লিগেও ভালো করেছেন। এখন দেখা যাক পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার জন্য আমিরকে যদি ডাকা হয় তাহলে হাফিজ জাতীয় দলের হয়ে খেলেন কি না। বা জাতীয় দল থেকে তিনি অবসর নেন কি না।এবারের বিপিএলে পাকিস্তানের ১৬ জন খেলোয়াড় নাম লিখিয়েছেন। এর মধ্য আছেন আফ্রিদি, আজমল, মিসবাহ, উমর আকমল, কামরান আকমল, ওয়াহাব রিয়াজ প্রমুখ। দুবাইয়ে টি-টোয়েন্টি ম্যাচ শেষে সেখান থেকে সরাসরি বাংলাদেশে আসবেন তারা।
আমির খেলবেন বলেই বিপিএলকে হাফিজের না!
Share!