চীনের নারীকে নজরদারিতে রেখেছে পুলিশ
সাতক্ষীরায় চীনের এক নারীকে নজরদারিতে রেখেছে পুলিশ। তাঁকে চীনা দূতাবাসের মাধ্যমে ঢাকায় পাঠানোর চেষ্টা করা হচ্ছে। সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, চীনের ফুজিয়ান প্রদেশের ওই নারীর নাম চেন জুহং। তিনি ট্যুরিস্ট ভিসা নিয়ে গত ২৮ মার্চ বাংলাদেশে প্রবেশ করেন। গত ২৬ এপ্রিল তাঁর বাংলাদেশে অবস্থানের মেয়াদ শেষ হয়েছে। তাঁর পাসপোর্ট নম্বর ই-৫৯১৪৯৯৩০। পুলিশ সুপার জানান, চীনের ওই নারী আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরে ঘোরাফেরা করছিলেন। এ সময় তিনি কী করবেন কোথায় যাবেন তা বলতে পারছিলেন না। তিনি ইংরেজি ও বাংলা কোনোটিই বোঝেন না বলে জানান। পুলিশ তাঁর নিরাপত্তার বিষয়টি চিন্তা করে তাঁকে নজরদারিতে নেয়। পরে তাঁর বিষয়ে পুলিশের বিশেষ শাখার মাধ্যমে ঢাকায় চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সেখানকার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীর পাসপোর্টে বাংলাদেশ ছাড়াও মিসর ও নেপালের ভিসাও রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, ‘আমরা তাঁকে সম্মানিত বিদেশি নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তাবলয়ের মধ্যে রেখেছি। চীনা দূতাবাসের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।