Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী কিছু ডাক্তার রোগীদের সাথে প্রতারণা করছেন : ডা. শাহনেওয়াজ চৌধুরী

দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী কিছু ডাক্তার রোগীদের সাথে প্রতারণা করছেন : ডা. শাহনেওয়াজ চৌধুরী

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী বলেছেন, দেশের কিছু সর্বোচ্চ ডিগ্রিধারী ডাক্তার মানব সেবার মহান ব্রত নিয়ে ডিগ্রি অর্জন করলেও চিকিৎসার নামে তারা রোগীদের সাথে প্রতারণা করছেন। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী এলাকাস্থ ফুলবদন সুপার মার্কেটে মেডিস্ক্যান ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শাহনেওয়াজ চৌধুরী বলেন, প্রতিদিন চিকিৎসার উদ্দেশ্যে আগত রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার লোভে সে যে বিষয়ে বিশেষজ্ঞ না সে বিষয়ে চিকিৎসা দিয়ে রোগীদেরকে সর্বনাশ করছে। অথচ আমাদের উচিত, রোগীদেরকে সঠিক পথ দেখানো। যা আমার দ্বারা সম্ভব নয় তা কার দ্বারা সম্ভব তাকে সেই পথ দেখানো। কিন্তু আমরা তা না করে সামান্য অর্থের লোভে মহান পেশাকে কলুষিত করছি। এ চিন্তা চেতনাকে পরিহার করে আমাদেরকে মানবসেবায় আত্মনিয়োগ করতে হবে। মেডিস্ক্যান ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া (জুলহাস), নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা যুবলীগের সভাপতি আলহাজ মতিউর রহমান মতি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা ও বীর মুক্তিযোদ্ধা এহসানুল কবির রমজান প্রমুখ। ডা. শাহনেওয়াজ আরো বলেন, এ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ আধুনিক যন্ত্রপাতি সংযোজন করে যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা দেখে আমি অভিভূত। এ এলাকার মানুষ এখন থেকে আরা ঢাকা নারায়ণগঞ্জে না গিয়েও এখানে ভালো সেবা পাবেন। তাদেরকে ব্যবসায়িক মনোভাব পরিহার করে মানবসেবার মহান ব্রত নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এছাড়াও দুস্থ অসহায় মানুষের জন্য বিশেষ সুবিধা রাখার জন্য ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের নিকট তিনি এবং জনপ্রতিনিধিরা দাবি জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজাসাপটার প্রকাশক ও সম্পাদক আবু সাউদ মাসুদ, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এমএ খান মিঠু, দৈনিক মানব কণ্ঠের জেলা প্রতিনিধি নাহিদ আজাদ, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আব্দুল আলীম, নতুন সময় ডটকমের জেলা প্রতিনিধি মো. আল আমিন, দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার লুৎফর রহমান কাকন, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসেন চিশতী শিপলুসহ আরো অনেকে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top