নির্বাহী প্রকৌশলীর কিশোরী মেয়ে আত্মহত্যা,ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার: পুলিশ
বরিশাল নগরীর কালিবাড়ি সড়কের সোনারতরী বাসভবনে সংঘমিত্র বিশ্বাস প্রমি (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবা হিমাংসু বিশ্বাস একজন প্রকৌশলী । বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল প্রমি। তার বাবা হিমাংসু বিশ্বাস ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। কোতোয়ালি মডেল থানার সহকারী পরিদর্শক মো. আ. ওহাব জানিয়েছেন, বুধবার রাতে প্রমি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আ. ওহাব আরো বলেন, ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের বিষয়ে তার পরিবারের কোন আপত্তি আছে কি না এ জন্য অপেক্ষা করা হচ্ছে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. আওলাদ হোসেন জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে তিনি জানান।