আনসার সদস্যের গুলিতে পথচারী যুবক আহত
রাজধানীর পল্লবী থানাধীন আলীনগর এলাকায় এক আনসার সদস্যের গুলিতে দিদারুল আলম অপু (২৭) নামের পথচারী এক যুবক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অপুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পল্লবীর আলীনগরে আজ হ্যাভেলি প্রপার্টিজের জায়গা নিয়ে দুটি পক্ষের সংঘর্ষ চলছিল। এ সময় পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন অপু। এমন সময় ওই কোম্পানির এক আনসার সদস্যের গুলিতে অপু আহত হন। গুলিটি তাঁর ঘাড়ে বিদ্ধ হয়। এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, হ্যাভেলি প্রপার্টিজের মালিক হচ্ছেন আউয়াল। স্থানীয় মাঈনুদ্দিন নামের এক ব্যক্তি দাবি করে আসছেন যে, ওই জায়গায় তাঁর পৈতৃক সম্পত্তি আছে। এ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে ওই জায়গায় গেলে আউয়ালের লোকজন সঙ্গে মাঈনুদ্দিনের পক্ষের লোকদের সংঘর্ষ বাধে। এ সময় আনসার সদস্য গুলি ছুড়লে পথচারী অপু আহত হন। ওসি আরো জানান, এ ঘটনায় দুই আনসার সদস্যসহ মাঈনুদ্দিনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।