বিএনপির ভিশন-২০৩০ দেশ ও জনগণের জন্য ভালো:অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
বিএনপির ভিশন-২০৩০ দেশ ও জনগণের জন্য ভালো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, বিএনপি দেশের একটি রাজনৈতিক দল। তাদের পক্ষ থেকে যে ভিশন দেওয়া হয়েছে, তা ইতিবাচক। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সচিবালয়ের সম্মেলনকক্ষে সংবাদপত্র ও টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রাক-বাজেট নিয়ে আলোচনা করেন অর্থমন্ত্রী। আলোচনায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০ সম্পর্কে তাঁর মন্তব্য জানতে চান। তখন জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি সকালে বিএনপির এই ভিশন-২০৩০ সম্পর্কে পুরো তথ্য জানার জন্য আটটি সংবাদপত্র পড়েছি। এই পত্রিকাগুলোতে ভিশন সম্পর্কে পরিপূর্ণ কোনো তথ্য পাইনি। আমি চিন্তা করেছি, বিএনপি অফিস থেকে একটি কপি আনিয়ে নেব। সেটি পড়ব। এ সময় শ্যামল দত্ত ভিশন-২০৩০ এর উল্লেখযোগ্য কিছু অংশ তুলে ধরেন। অর্থমন্ত্রী বলেন, ‘এটি দেশ ও জাতির জন্য ভালো।