মহেশপুর একের পর এক ফুটছে বোমা-গ্রেনেড, ছুটছে স্প্লিন্টার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের হঠাৎপাড়ার ‘জঙ্গি আস্তানা’র পাশে একের পর এক গ্রেনেড ও বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বোমার স্প্লিন্টার ছুটে আসছে কয়েকশ গজ দূরে। আজ সোমবার বেলা ১১টার পর থেকে এই বোমার বিস্ফোরণ শুরু হয়। সর্বশেষ বোমাটি বিস্ফোরিত হয় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে। এর আগে বেলা পৌনে ১১টার দিকে কাউন্টার টেররিজম ইউনিট ও ঝিনাইদহ জেলা পুলিশ লেবুতলার ওই বাড়িতে প্রবেশ করে। কিছুক্ষণ পর বাড়িটিতে প্রবেশ করে কাউন্টার টেররিজমের বোমা নিষ্ক্রিয়কারী দল। এর পর থেকেই বোমা ও গ্রেনেড বিস্ফোরণ শুরু হয়। সেখানে আজ সাতটি গ্রেনেড ও একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহমেদ। তিনি জানান, লেবুতলা গ্রামের ‘জঙ্গি আস্তানা’র বাড়ির মালিক শরাফত জোয়ারদারের কলেজপড়ুয়া ছেলে শামীম জোয়ারদারের দেওয়া তথ্যের ভিত্তিতেই এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে গতকাল রোববার ভোর থেকে ওই বাড়িতে অভিযান শুরু হয়। অভিযান শুরুর আগে আজ সকাল ৮টা থেকে ওই বাড়ির আশপাশের সবাইকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই এলাকার মানুষ এখন বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান করছেন। আজকের অভিযান শেষ হলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সামগ্রিক বিষয়ে কথা বলবে আইনশৃঙ্খলা বাহিনী।