জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তার
রাজধানীতে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ সোমবার ডিএমপির পক্ষ থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল রোববার রাতে রাজধানীর মতিঝিল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুদে বার্তায় আরো জানানো হয়, দুপুর ১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Share!