বিএনপির প্রতিনিধি সভা পণ্ড
পুলিশের বাধার কারণে শেরপুর জেলা বিএনপির প্রতিনিধি সভা পণ্ড হয়ে গেছে। শনিবার সকালে জেলা শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই প্রতিনিধি সভায় বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরীর বক্তব্য দেওয়ার কথা ছিল। সভাস্থলের পাশেই জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের বাড়ি। পরে পুলিশের বাধার কারণেই ওই নেতার বাড়িতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, প্রথমে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন চাইলেও সেখানে সভার অনুমতি মেলেনি। পরে বিপ্লব-লোপা মেমোরিয়াল একাডেমিতে সভা করার কথা ছিল। কিন্তু সেখানেও পুলিশের বাধায় সভা পণ্ড হয়ে যায়। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, বিএনপির নির্বাচনের পূর্ণ প্রস্তুতি রয়েছে। বিএনপি ছাড়া নির্বাচন করতে চাইলে বিএনপি আন্দোলনের জন্যও প্রস্তুত। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু ছাড় দিয়েও বিএনপি নির্বাচনে যেতে রাজি আছে। এদিকে সকালে জেলা বিএনপির আরেকটি পক্ষ মিছিল নিয়ে প্রতিনিধি সভায় আসতে চাইলে কলেজ মোড়েই তাদের আটকে দেয় পুলিশ। এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিএনপির একটি পক্ষ বিপ্লব-লোপা মেমোরিয়াল একাডেমিতে সভা করার চেষ্টা করেছিল। কিন্তু তাদের কোনো অনুমতি ছিল না। সে কারণেই তাদের বাধা দেওয়া হয়েছে। ওসি বলেন, শহরের কলেজ মোড়ে বিএনপির আরেকটি পক্ষ মিছিল করতে চেয়েছিল। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় মিছিল করতে দেওয়া হয়নি।