ইরানে প্যারিসের মতো সন্ত্রাসী হামলার চেষ্টা করেছে শত্রুরা কিন্তু দেশটির নিরাপত্তা বাহিনী তা বানচাল করে দিয়েছে। খবর আইআরআইবি।ইরানের ইসলামী গার্ড বাহিনী বা আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফরি শুক্রবার কোমে ইরানের স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজের মহড়ায় এ কথা জানান।মোহাম্মদ আলী জাফরি বলেন, শত্রুরা ইরানকে নিরাপত্তাহীন করে তোলার জন্য ব্যাপক চেষ্টা করেছে কিন্তু তাদের যে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনী শক্তিশালী হওয়ার কারণে তা সম্ভব হয়েছে বলে জানান তিনি।আইআরজিসি কমান্ডার আরো বলেন, ইসলামী বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্রকে প্রধানত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার চেষ্টা করেছে শত্রুরা। কিন্তু শেষপর্যন্ত তারা বুঝতে পেরেছে যে, ইরানিদের বিরুদ্ধে জোরের ভাষা প্রয়োগ করতে পারবে না তারা। তিনি বলেন, শত্রুরা এখন ইরানকে আঞ্চলিক শক্তি হিসেবে স্বীকার করতে বাধ্য হচ্ছে।
প্যারিসের মতো হামলা নস্যাৎ করেছে ইরান
Share!