Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

এফডিসির শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান নির্বাচিত হয়েছেন

এফডিসির শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান নির্বাচিত হয়েছেন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। গতকাল শুক্রবার দিনভর শান্তিপূর্ণ ভোট শেষে রাতভর ভোট গণনা করা হয়। আজ শনিবার সকালে এ ফলাফল ঘোষণা করা হয়। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। ২১টি পদের বিপরীতে ৫৮ শিল্পী ভোটে লড়ছেন। প্রধান নির্বাচন কমিশনার পরিচালক মনতাজুর রহমান আকবর জানান, শিল্পী সমিতির মোট ভোটার ৬২৪ জন। এর মধ্যে ৫৫৮ জন ভোট দিয়েছেন। নির্বাচিতরা দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি রিয়াজ, নাদির খান, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মামুনুল ইমন হিরো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ কমল। সদস্য পদে নির্বাচিত হয়েছেন আলীরাজ, অঞ্জনা সুলতানা, রোজিনা, মৌসুমী, পপি, পূর্ণিমা, ফেরদৌস, সাইমন, সুশান্ত, নাসরীন, জেসমিন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top