গাজীপুরে বাবা-মেয়ের আত্মহত্যা : পুলিশের গাফিলতি তদন্তে কমিটি
গাজীপুরের শ্রীপুরে মেয়েকে নিয়ে আত্মহত্যার ঘটনায় পুলিশের দায়িত্বে গাফিলতি আছে কি না, তা তদন্ত করতে জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) গোলাম সবুরের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- শ্রীপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিদুল ইসলাম ও গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আবদুল মোমিন। এ বিষয়ে পরিদর্শক আবদুল মোমিন জানান, গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কর্ণপুর সিটপাড়ার হালিমার স্বামী হযরত আলী (৫৫) ও তাঁদের মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী আয়েশা আক্তারের (৭) আত্মহত্যার ঘটনায় পুলিশের দায়িত্বে কোনো অবহেলা আছে কি না, তা তদন্ত করতে ওই কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে, গ্রেপ্তার হওয়া ইউনিউয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল হোসেনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাওহীদ আল আজাদ। এ বিষয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, গ্রেপ্তার মেম্বারের কাছে বসত বাড়ির জায়গা দখল এবং মেয়েকে নির্যাতনের সুবিচার না পাওয়ায় হযরত আলী ও তার সাত বছরের শিশু আয়েশা গত শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওই দিনই শ্রীপুর মডেল থানা পুলিশ গোসিঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য আবুল হোসেনকে আটক করে কমলাপুর রেলওয়ে থানা পুলিশের হাতে তুলে দেয়। পরের দিন নিহত হযরত আলীর স্ত্রী হালিমা বেগম আবুল হোসেনসহ সাতজনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা করেন। পরে পুলিশ সোমবার বিকেলে ঢাকা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আবুল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।