কদমতলী ওয়াসা পুলিশের গুলিতে ‘মাদক ব্যবসায়ী’ আহত
রাজধানীর কদমতলী ওয়াসা রেলগেটে পুলিশের গুলিতে এক ‘মাদক ব্যবসায়ী’ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির নাম ফালান (২৮)। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, রাতে কদমতলী ওয়াসা রেলগেটে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনা-বেচা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে। তখন পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ফালানের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এসআই আরো জানান, এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল ও কনস্টেবল রুহুল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুই হাজার পুড়িয়া হেরোইন ও বোমা উদ্ধার করা হয়েছে।