নারী ১৬ বছর কিশোরকে ধর্ষণ করল।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ১৬ বছর বয়সী এক কিশোরকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার স্কুলের এক নারী তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। ২৯ বছর বয়সী ওই নারীর নাম জেসিকা গ্যালিয়ন। অভিযোগ উঠেছে বিভিন্নভাবে তিনি ওই কিশোরকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন একটি শ্রেণিকক্ষে ওই কিশোরকে নিয়ে যান ওই তত্ত্বাবধায়ক এবং ধর্ষণ করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই নারীকে গ্রেপ্তার করে টেনেসি পুলিশ। ওই কিশোরের বাবা-মায়ের করা একটি মামলায় বলা হয়, জেসিকা ওই কিশোরকে ফেসবুকে বন্ধু বানাতে ও ফোন নম্বর দিতে বাধ্য করেন। এরপর তাকে যৌন আবেদনময়ী বিভিন্ন খুদেবার্তা পাঠান তিনি। একপর্যায়ে জেসিকাকে এসব বন্ধ করতে বলে ওই কিশোর। কিন্তু তার কথায় কান না দিয়ে, উল্টো একটি হোটেলে একসঙ্গে ঘুমানোর জন্য তাকে আমন্ত্রণ জানান জেসিকা। তাতে রাজি না হলে ওই কিশোরকে একটি শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করেন জেসিকা। মামলায় উল্লেখ করা হয়, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা জেসিকার সঙ্গে সম্পর্কের কারণে ওই কিশোরকে উত্ত্যক্ত করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে ওই কিশোরকে স্কুল থেকে বের করে আনা হয় এবং বাড়িতে বসেই পড়াশোনা চালিয়ে যেতে থাকে সে।