গৃহবধূর ছবি বিকৃত করে পর্ন ভিডিও তৈরি করে দুই প্রতিবেশী যুবক !
এক গৃহবধূর ছবি বিকৃত করে পর্ন ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দিয়েছেন তারই দুই প্রতিবেশী যুবক। ফলে লজ্জায় বাড়ির বাইরে যেতে পারছেন না ওই নারী। তার দুই সন্তানের স্কুলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিশোধ নিতে ভারতের বারুইপুর থানায় এ ঘটনা ঘটায় বখাটেরা। এ ঘটনায় বারুইপুর থানা, লালবাজার সাইবার ক্রাইম এবং মহিলা কমিশনে ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই নারী। ওই নারী জানান, গত বছরের অক্টোবরে গ্যাসের সংযোগ দেওয়ার কথা বলে ওই দুই যুবক তার ছবি নেন। পরে তারা ওই নারীর সঙ্গে বন্ধুত্ব গড়ার চেষ্টা করেন। তবে ওই নারী তাদের পাত্তা দেননি। একপর্যায়ে তাকে সরাসরি শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় তারা। সেই প্রস্তাব নাকচ করে দেন। এরপরই তার ছবি পর্ন ভিডিওর সঙ্গে জোড়া লাগিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেন ওই দুই যুবক। এরপরই তিনি ওই দুই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিশোধ নিতেই তারা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। রান্নার গ্যাস সংযোগ চালু করার জন্য যে ছবি দুই যুবককে দিয়েছিলেন তিনি, সেটা বিকৃত করেই ওই পর্ন ভিডিওটি তৈরি করা হয়েছে বলে তার অভিযোগ। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।