দুই লঞ্চের মধ্যে চাপা পড়ে এক বৃদ্ধ নিহত
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মধ্যে চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহজাহান আলী (৬৫)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নিহত বৃদ্ধের ছেলে সিদ্দিক জানান, তিনি স্ত্রী-সন্তান নিয়ে কেরাণীগঞ্জের জিনজিরা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। দুই নাতিকে দেখার জন্য আজ সকালে ভোলা থেকে লঞ্চে করে ঢাকায় আসেন তাঁর বাবা শাহজাহান আলী। লঞ্চটি সদরঘাটে আসলে নামার সময় দুই লঞ্চের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হন শাহজাহান। পরে লোকজন তাঁকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে ছেলে সিদ্দিক মিটফোর্ড হাসপাতাল থেকে সকাল ৯টার দিকে বাবাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।