শ্যামপুরের সরকার পেট্রল পাম্পের সামনে ট্রাকচাপায় দুজন নিহত
রাজধানীর শ্যামপুরে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। আজ শনিবার ভোরে শ্যামপুরের সরকার পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শমসের আলী (৪০) ও আবদুস সালাম (৫০)। শমসের নিজেও ট্রাকচালক আর সালাম তাঁর সহকারী ছিলেন। এ দুর্ঘটনায় আহত শাহ আলমকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আলম জানান, ভোরে তেলের পাম্পের সামনে ট্রাকের চাকা মেরামত করছিলেন শমসের ও তাঁর দুই সহকারী। এ সময় অপর একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক শমসের আলী। দুই সহকারীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সালাম ভোর ৬টার দিকে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই আশরাফুল।