Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বিএনপি-জামায়াতের ১৫ জনসহ আটক ৫৩

দিনাজপুরে ইটালি নাগরিক ও সুইহারী ক্যাথলিক মিশনের চার্জ- এর ফাদার ডাঃ পিয়ারো পারলারীকে হত্যার চেষ্টার ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। গ্রেফতাদের মধ্যে বিএনপির ১১ জন ও জামায়াতের ৪ নেতাকর্মী রয়েছে।বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের মির্জাপুরে বিআরটিসি বাস ডিপোর সামনে পিয়ারোর ওপর হামলার ঘটনার পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এদিকে এ ঘটনায় কসবা মিশনের ফাদার ইনচার্জ সিলাস কুজুর বাদী হয়ে বুধবার রাতে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীকে আসামি করে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৪, তারিখ- ১৮/১১/১৫ইং।কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এস.এম খালেকুজ্জামান পিপিএম জানান, ইটালি নাগরিককে হত্যার চেষ্টা ও নাশকতামূলক ঘটনা ঘটানোর চেষ্টার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১১ জন বিএনপি ও ৪ জন জামায়াত-শিবিরের নেতা রয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top