Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী আরিফ ‘ক্লিনিক্যালি ডেড’

বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী আরিফ ‘ক্লিনিক্যালি ডেড’

বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী আরিফ ‘ক্লিনিক্যালি ডেড’। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে রয়েছেন। এ বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী হাসান আরিফ  বলেন, ‘কাজী আরিফের মেয়ের পাঠানো একটি মেসেজের মাধ্যমে আমরা তাঁর চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে লাইফ সাপোর্ট খুলে ফেলার জন্য কিছু আনুষ্ঠানিকতা এখনো রয়েছে। এদিকে নিউইয়র্ক থেকে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্  বলেন, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় চিকিৎসকরা কাজী আরেফকে ‘ক্লিনিকালি ডেড’ ঘোষণা করেন। রোববার নিউইয়র্ক সময় সকাল সাড়ে ৮টায় তাঁর লাইফ সাপোর্ট খুলে দেবেন চিকিৎসকরা। কাজী আরিফ ১৯৫২ সালের ৩১ অক্টোবর তৎকালীণ বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষা ও বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। উচ্চশিক্ষা গ্রহণ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে। পেশায় স্থপতি এই গুণী একাধারে আবৃত্তিশিল্পী, লেখক ও মুক্তিযুদ্ধের সংগঠক। ১৯৭১ সালে এক নম্বর সেক্টরে মেজর রফিকুল ইসলামের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের একজন তিনি। সারা দেশ ঘুরে আবৃত্তির প্রশিক্ষণ দিয়েছেন সংগঠনগুলোতে। প্রজ্ঞা লাবণী-কাজী আরিফ বাংলাদেশের প্রথম জনপ্রিয় হওয়া আবৃত্তিজুটি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top