ভারতে কারাভোগের পর বাংলাদেশে ফিরল ১২ তরুণী
দালালের খপ্পরে পড়ে ভারতে গিয়ে আড়াই বছর কারাভোগের পর বাংলাদেশে ফিরল ১২ তরুণী। তাদের সঙ্গে একটি শিশুও রয়েছে। ভারত সরকারের দেওয়া বিশেষ ভ্রমণ সুবিধার মাধ্যমে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই ১৩ জনকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে চাকরির আশায় ভারতের মুম্বাই শহরে গিয়ে সে দেশের পুলিশের হাতে আটক হয় ওই তরুণীরা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ বলেন, ‘দালালের খপ্পরে পড়ে ওই তরুণীরা ভারতের মুম্বাই শহরে যান। সেখানে যাওয়ার পর বিভিন্ন এলাকা থেকে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। পরে আদালতের মাধ্যমে আড়াই বছর সাজা হলে তাদের জেলহাজতে পাঠানো হয়। ওসি আরো জানান, সেখান থেকে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজস্ব আশ্রয়কেন্দ্রে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বেনাপোলে ঢাকা আহছানিয়া মিশন নামের একটি এনজিও তাদের গ্রহণ করেছে। এ বিষয়ে ঢাকা আহছানিয়া মিশনের এরিয়া কো-অর্ডিনেটর শেফালী খানম জানান, ফেরত আনা তরুণীদের সংস্থার যশোরের শেল্টারহোমে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।