Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

অপারেশন ঈগল হান্টে’র সমাপ্তি ঘোষণা

‘অপারেশন ঈগল হান্টে’র সমাপ্তি ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ থেকে চারজনের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে অভিযান ‘অপারেশন ঈগল হান্টে’র সমাপ্তি ঘোষণা করা হয়েছে। শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী এলাকার একটি বাড়িতে ওই অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন নিষিদ্ধঘোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা রফিকুল ইসলাম আবু। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির পাশেই সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ আলম। একই সঙ্গে তিনি ‘অপারেশন ঈগল হান্টে’র সমাপ্তি ঘোষণা করেন। ডিআইজি এম খুরশীদ আলম জানান, নিহতরা নিজেদের গ্রেনেডের বিস্ফোরণে মারা গেছেন। ‘জঙ্গি’ আবুর স্ত্রী ও মেয়েসন্তানকে জীবিত উদ্ধার করতে পারায় অপারেশনকে সফল বলে উল্লেখ করেছেন তিনি। বিকেলে ওই বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় আবুর স্ত্রী সুমাইয়া ও চার বছরের মেয়ে সাহিদাকে। উভয়কে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করে পুলিশের বিশেষায়িত টিম সোয়াট ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এর পর থেকেই দিনভর থেমে থেমে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। দফায় দফায় গুলির শব্দে আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত তিন দফায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। অভিযানে দুই দফা হ্যান্ডমাইকযোগে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এরপর বিকেল ৫টার দিকে ব্যাপক গোলাগুলির মধ্যে ঘিরে রাখা ওই বাড়ি থেকে ‘জেএমবি নেতা’ আবুর স্ত্রী সুমাইয়া খাতুন ও চার বছরের মেয়ে সাহিদাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার মহিবুল ইসলাম, সোয়াটের উপকমিশনার প্রলয় কুমার জোয়ারদার, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম। অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও পরে এ ঘটনাস্থলে আরো কাজ করে কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দল ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শিবগনগর ত্রিমোহনী এলাকার সাইদুর রহমান সেতু বিশ্বাসের বাড়িটি ঘিরে ফেলে কাউন্টার টেরোরিজম ইউনিট। এ সময় ওই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করা হলে বিকেলে অভিযানে যোগ দেন সোয়াট সদস্যরা। ঘটনাস্থলের আশপাশের বাড়িগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় শিবগনগর ও এর আশপাশের এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top