এটা প্রাকৃতিক দুর্যোগ, দুর্নীতির বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না:পানিসম্পদ মন্ত্রী
দুর্নীতির বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ‘এটা প্রাকৃতিক দুর্যোগ। তবুও আমি সংশ্লিষ্ট বিভাগের ১২ জনকে চাকরিচ্যুত করি। বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স হলরুমে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘ভারতের আসামের চেরাপুঞ্জে চারদিনের অতিবৃষ্টিতে বাঁধ উপচিয়ে পানি ঢুকে পড়ে হাওর অঞ্চলে। আমাদের বাঁধের উচ্চতা ৬.৫ মি.মি., পানির উচ্চতা ছিল ৮.৫ মি.মি.। দুর্নীতির বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। তাই সে যেই হোক না কেন। আবুল কাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ের হাই কমিশনার মাসুরাই মাসরি, মালয়েশিয়ার হাই কমিশনার নূর আশিকিন বিনতি মোহাম্মদ তালিব ও থাইল্যান্ডের অ্যাম্বাসেডর প্যানপিমন সুয়ান্নাপংছে।