মাল্টায় কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর প্রধানদের বৈঠকে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ থেকে ২৯ নভেম্বর মাল্টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অনিবার্য কারণে প্রধানমন্ত্রীর মাল্টা সফর বাতিল করা হয়েছে।মাল্টায় কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর প্রধানদের বৈঠক বিষয়ে তথ্য জানাতে এর আগে বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের ডেকেছিলেন।কিন্তু এর আগেই বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, পররাষ্ট্র মন্ত্রীর ব্রিফটি বাতিল করা হয়েছে।
প্রধানমন্ত্রীর মাল্টা সফর বাতিল
Share!