মোহামেডানের জয়ের পথে বাধা হতে পারেননি
আগের ম্যাচে প্রাইম ব্যাংক স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাছে বিশাল ব্যবধানে হেরেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। জাতীয় দলের তারকা ওপেনার অধিনায়ক তামিম ইকবালের উপস্থিতিও সেই ম্যাচে জেতাতে পারেনি সাদা-কালোর শিবিরকে। আজ বৃহস্পতিবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে এই হার্ডহিটার ব্যাটসম্যান না খেললেও জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি তাদের। ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে খেলাঘরের ইনিংস ১৮৯ রানে গুটিয়ে যায়। রবিউল ইসলাম ৬৩ ও অমিত মজুমদার ৫৩ দুটি ইনিংস খেলে দলকে এই সম্মানজনক ইনিংস গড়ে দেন। তা না হলে হয়তো আরো অল্প রানেই আটকে যেত তাদের ইনিংস। এনামুল হক জুনিয়র ৩৩ রানে তিনটি, কামরুল ইসলাম রাব্বি ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সামনে বড় বাধা হয়ে দাঁড়ান। জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান এবং ভারপ্রাপ্ত অধিনায়ক রকিবুল ইসলামের হার-না-মানা হাফসেঞ্চুরিতে মোহামেডান চার উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে। ৯২ বলে ছয় চার ও তিন ছক্কায় ৭৬ রানের ইনিংসটি খেলেন রকিবুল। রবিউল ইসলাম ২০ রানে তিন উইকেট নিয়েও মোহামেডানের জয়ের পথে বাধা হতে পারেননি। দিনের অন্য দুটি ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৭ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে এবং মেহেদী মারুফের অসাধারণ সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ১৩০ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।