কিশোরী নিপা ঠাঁই এখন ‘অপরাজেয় বাংলাদেশ’
১৫ বছরের কিশোরী নিপা আক্তার।তিন-চার বছর বয়সে সে হারিয়ে যায়। এর পর থেকে বাবা-মা বা কোনো অভিভাবকের সঙ্গে আর দেখা হয়নি তার। সে সময় ‘আল নাহিয়ান শিশু পরিবার’ নামের একটি বেসরকারি সংস্থার কর্তাব্যক্তিরা শিশুটিকে সেখানে রাখে। কিন্তু সেখান থেকেও গত ১১ মার্চ হারিয়ে যায় মেয়েটি। এর পর একই দিনে তাকে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে গাজীপুরে কিশোরী উন্নয়নকেন্দ্রে পাঠায়। সেই থেকে কিশোরী উন্নয়নকেন্দ্রেই ছিল কিশোরীটি।
আজ বুধবার কিশোরীকে গাজীপুর থেকে আদালতে হাজির করা হয়। আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবির তাকে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামের একটি বেসরকারি সংস্থায় পাঠায়। ফলে কিশোরীটির নতুন ঠিকানা এখন অপরাজেয় বাংলাদেশ। এ বিষয়ে জানতে চাইলে কিশোরী নিপা বলে, সে তার বাবা-মায়ের কাছে ফিরতে চায়। কিন্তু গ্রামের বাড়ি বরিশাল ছাড়া আর কিছুই জানে না সে। কিশোর আদালতের আইনজীবী ফারুক আহমেদ বলেন, আজ কিশোরী নিপাকে আদালতে হাজির করা হয়। বিচারক অপারাজেয় বাংলাদেশে তাঁকে রাখার নির্দেশ দেন।